এয়ারটেল ইন্টারনেট অফার ২০২৩
এয়ারটেল বর্তমানে বাংলাদেশের একটি জনপ্রিয় সিম। যদিও এটি একটি বিদেশি সিম তারপরও বাংলাদেশে অনেক ব্যাপকতা রয়েছে। মূলত এই সিমটি ভারতে সবচেয়ে বেশি জনপ্রিয়। সেই সূত্র ধরেই বাংলাদেশেও চলে এসেছে। এয়ারটেল সিম মূলত প্রথমে স্বাধীন সিম হিসেবে আত্ন প্রকাশ করে ছিল। পরে ২৮ জানুয়ারি ২০১৬ তারিখে আজাইটা গ্রুপ এবং ভারতী এয়ারটেল গ্রুপ দুটি একত্রিত হয়।
তারপর থেকে বাংলাদেশে এক সাথে তাদের যাত্রা চলে আসছে। এখন পর্যন্ত তারা একত্রিত রয়েছে। বাংলাদেশে সেবা প্রদান করে আসছে। বর্তমানে বাংলাদেশে ৩ কোটির বেশি মানুষ এয়ারটেল সিম ব্যবহার করে। এবং দিন দিন এর ব্যবহার কারীর সংখা বেরেই চলছে। এর প্রধান কারণই হলো এয়ারটেল সিমের খুবই ভালো অফার। আসলে এয়ারটেল সিম এর মতো অফার বাংলাদেশে আর অন্য কোনো সিম প্রদান করে না।
তো আজকে আমরা এয়ারটেল ইন্টারনেট অফার নিয়ে আলোচনা করবো। তো চলুন তাহলে শুরু করা যাক,
এয়ারটেল নতুন সংযোগ
এয়ারটেল নতুন সিমের মূল্য মাত্র ২০০ টাকা। আর ২০০ টাকা দিয়ে নতুন সিম কিনলেই পাচ্ছেন সব ধামাকা অফার। নতুন সিম কেনার সাথে সাথেই সিমের পেয়ে যাচ্ছেন ৫ টাকা ব্যালেন্স। যেটার মেয়াদ ৯০ দিন বা ৩ মাস। ৫০ এম্বি দেওয়া হবে যেটার মেয়াদ ১০ দিন। তাছাড়াও ১.২০ পয়সা/ মিনিট তাও আবার সকল সিমে এবং যেকোনো সময়ে।
এয়ারটেল ৪১ টাকা রিচার্জ
তাছাড়াও আপনি আপনার এয়ারটেল সিমটি চালু করার ৩০ দিনের মধ্যে ৪১ টাকা রিচার্জ করেন। তাহলে পাবেন ৩০ টাকা নগদ ব্যালেন্স। ১৫ মিনিট টক টাইম (যেটা সকল নাম্বারে, যেকোনো সময় ব্যবহার করা যাবে)। এমবি হিসেবে পাচ্ছেন ২ জিবি। যেটার মেয়াদ ১০ দিন। ০.৮০ পয়সা/সেকেন্ড বা ৪৮ পয়সা/মিনিট (সকল অপারেটর এ ব্যবহার করা যাবে)। এই কলরেট অফারটির মেয়াদ থাকবে ৯০ দিন।
এয়ারটেল ১৯ টাকা ২ জিবি
শুধু মাত্র নতুন এয়াটেল সিম এর গ্রাহক গণই এই অফারটির জন্য প্রযোজ্য হবেন। মাত্র ১৯ টাকাতেই পেয়ে যাচ্ছেন ২ জিবি ইন্টারনেট। যেটার মেয়াদ আবার ৭ দিন। প্যাকটি কিনতে ডায়াল করুন *১২১*৮৮৭#। এই অফারটি সর্বোচ্চ ১১ বার নেওয়া যাবে। প্রতি মাসে একবার করে ১১ মাসে ১১ বার নিতে পারবেন। ১১ মাসে মোট ২২ জিবি পাওয়া যাবে।
এয়ারটেল ৫৪ টাকা ৩ জিবি
এয়ারটেল দিচ্ছে ৫৪ টাকায় ৫ দিন মেয়াদে ৩ জিবি ইন্টারনেট। অফারটি নিতে ৫৪ টাকা রিচার্জ করুন অথবা ডায়াল করুন *৮৪৪৪*৮৮#। যেটা সকল কাজে ব্যবহার করা যাবে। অফারটি যত ইচ্ছা নেওয়া যাবে। সিম কেনার দিন থেকে পরবর্তী ৩ মাস পর্যন্ত এই অফারটি ব্যবহার করা যাবে।
এয়ারটেল ফ্রি এমবি
আপনি যদি প্রতি মাসে আপনার সিমে ১০০ টাকা বা তার বেশি টাকা খরচ করে ফেলেন তাহলে পরবর্তী মাসে ১ জিবি করে ডেটা বোনাস পাবেন। তাছাড়াও ৪১ টাকা রিচার্জের পর থেকে প্রতি মাসে ১ জিবি ইন্টারনেট ফ্রি তে পেতে থাকবেন। এটা সিম কেনার ৬ মাস পর্যন্ত চলতে থাকবে। ৬ মাসে মোট ৬ জিবি পাবেন এবং এটার মেয়াদ থাকবে ১ মাস করে।
এয়ারটেল আমার অফার
এয়ারটেল প্রতিটি গ্রাহককে তাদের স্পেশাল অফার দিয়ে থাকে। মূলত তারা গ্রাহকের সিমের ব্যবহার বিধি এবং তাদের পছন্দ গুলো অফারগুলো লক্ষ করে। তাদেরকে স্পেশাল অফার গুলো সাজেস্ট করে। সেক্ষেত্রে আপনার সিমে কি কি স্পেশাল অফার রয়েছে। সেটাও আপনি খুব সহজেই জানতে পারবেন। https://www.bd.airtel.com/bn/personal/my-offer এই লিঙ্কে গিয়ে আপনি আপনার এয়ারটেল নাম্বারটা দিবেন এবং ‘অফার দেখুন’ লেখায় ক্লিক দিবেন। এরপর আপনার নাম্বারে কোড যাবে, সেটা বসিয়ে দিবেন। এয়ারটেল ইন্টারনেট অফার।
যেহেতু এটা এয়ারটেল এর নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইট। তাই কোড দিলে কোনো প্রকার সমস্যা হবে না। তারপরই আপনি দেখতে পাবেন আপনার সিমে কি কি অফার রয়েছে! এখানে সেগুলো দেখাবে সব গুলো আপনার সিমের অফার গুলো। যেমন, আমাকে আমার অফার গুলো দেখাচ্ছে। সবার অফার গুলো এক রকম নাও হতে পারেন।
এয়ারটেল বন্ধ সিম অফার
প্রতিটা সিমের মতো এয়ারটেলও সিম বন্ধ সিম চালু করলেই বিভিন্ন রকম অফার দিচ্ছে। আপনিও চাইলে সেগুলো নিতে পারবেন। তবে আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে। ত আপনি এয়ারটেল এর ওয়েবসাইট থেকেই চেক করতে পারবেন। https://www.bd.airtel.com/bn/personal/offers/bondho-sim
এই লিংকে ক্লিক করে আপনার নাম্বার দিয়ে ‘চেক’ লেখায় ক্লিক করবেন। তাহলেই আপনার নাম্বারে বন্ধ সিমের অফার আছে কি না! সেটা জানতে পারবেন। যেমন ধরুন, আমার সিমটি বন্ধ না থাকায় আমাকে দেখাচ্ছে যে আমার কোনো অফার নাই। কারণ আমি সিম টা সবসময় ব্যবহার করি। যার ফলে এটা বন্ধ সিমের আওতায় পরে না। এয়ারটেল ইন্টারনেট অফার

এয়ারটেল ১.৫ জিবি ৩১ টাকা
এটি এয়ারটেল সিমের সবচেয়ে জনপ্রিয় অফার। যেকোনো এয়ারটেল সিমেই মাত্র ৩১ টাকা রিচার্জ করলেই পেয়ে যাচ্ছে ১.৫ জিবি ইন্টারনেট। যেটার মেয়াদ ৩ দিন বা ৭২ ঘন্টা। তাছাড়াও অফারটি My Airtel এপ থেকেও কেনা যাবে।
এয়ারটেল ৫ জিবি ৫০ টাকা
বিজয়ের মাস উপলক্ষে এয়ারটেল এর অফার এটি। তো মাত্র ৫০ টাকা দিয়েই পেয়ে যাচ্ছেন ৫ জিবি ইন্টারনেট। যার মেয়াদ ৫ দিন। তবে অফারটি প্রতি ৩০ দিন একবারই নেওয়া যাবে। অফারটি নিতে এয়ারটেল এপে লগিন করে কিনতে হবে। রিচার্জ করলে প্রযোজ্য নয়।
এয়ারটেল ১০ জিবি অফার
এয়ারটেল সিমে পাচ্ছেন মাত্র ১১৪ টাকায় ১০ জিবি ইন্টারনেট। তাও আবার ৭ দিন মেয়াদে।
তাছাড়াও অফারটি চাইলে ১০ দিন মেয়াদেও কেনা যাবে। এক্ষেত্রে দামটা একটু বেশি পরবে। ১০ জিবি ১৫০ টাকা লাগবে।
অফার দুটিওই কেনার কোনো কোড নেই। তাই দুটো অফারই My Airtel এপ থেকে কিনতে হবে। আর হ্যাঁ রিচার্জ করলে কিন্তু অফার চালু হবে না।
এয়ারটেল ৩২ জিবি ৩৬০ টাকা
এয়ারটেল সিমে পুরো মাস ব্যাপী চালানোর জন্য দারুন একটা অফার এটি। মাত্র ৩৬০ টাকায় ৩২ জিবি ইন্টারনেট। যেটার মেয়াদ থাকছে ৩০ দিন। অফারটি নিতে My Airtel এপ থেকে নিতে হবে।
এয়ারটেল ৪৫ জিবি ৩৯৮ টাকা
যারা হেভি ইউজার আছেন তাদের জন্য এই অফারটি। ৪৫ জিবি ইন্টারনেট পাচ্ছেন মাত্র ৩৯৮ টাকায় ৩০ দিন মেয়াদে। যাদের সারাদিন ব্যাকআপ প্রয়োজন তাদের জন্য ভালো একটা প্যাক। অফারটি My Airtel এপ থেকে নেওয়া যাবে।
এয়ারটেল ৯ জিবি (ফ্রি হেডফোন)
এয়ারটেল দিচ্ছে ৯ জিবি ইন্টারনেট মাত্র ৮৫ টাকা। (৮জিবি+ ১ জিবি)। মেয়াদ ৪ দিন। সাথে আবার একটা হেডফোন পাচ্ছেন একদম ফ্রী তে। ২৪ জানুয়ারি ২০২২ এর মধ্যে ৬ বার এই অফারটি কিনলেই পেয়ে আকর্শনীয় হেডফোন। রিচার্জ করলে অফারটি পাবেন না। তাই My Airtel এপ থেকেই কিনতে হবে। এয়ারটেল ইন্টারনেট অফার।
এয়ারটেল নতুন বছর অফার
নতুন বছর উপলক্ষে এয়ারটেল ১ টা কিনলেই আরেকটা ফ্রি দিচ্ছে। Buy one get one free offer। মাত্র ৩১ টাকায় পাচ্ছেন ২ জিবি ইন্টারনেট এবং ২২ মিনিট বোনাস। যেটা সকল নাম্বারে ব্যবহার করা যাবে। অফারটি ৩১ টাকা রিচার্জ করে বা My Airtel এপ থেকে নেওয়া যাবে।
এয়ারটেল শীতের অফার
শীতের অফার হিসেবে এয়ারটেল ৩০ দিন মেয়াদে দিচ্ছে ৯০ জিবি ইন্টারনেট। এই ৯০ জিবি এর মূল্য মাত্র ৬৫০ টাকা। যেটা সকল কাজ এ ব্যবহার করা যাবে। অফারটি এপ থেকে কেনা যাবে। রিচার্জ করলে অফারটি পাবেন না।
এয়ারটেল ইন্টারনেট অফার
আমার ব্যবহার করা সেরা সিম হলো এয়ারটেল। কল রেট যেমন কম তেমনি ইন্টারনেট অফার গুলোও দুর্দান্ত। আর ইন্টারনেট স্পিডের কথা বলতে গেলে তো পুরাই আগুন। সব জায়গায় খুবই ভালো ইন্টারনেট স্পিড পাওয়া যায়। ইন্টারনেট প্যাক গুলোর দামও অনেক কম। নিজের পছন্দ মতো প্যাকও পাওয়া যায়।
এরকম বিভিন্ন সিমের ইন্টারনেট অফার পেতেই আমাদের সাথেই থাকুন।
আরও পড়ুন,
# এয়ারটেল ইন্টারনেট অফার