গুগলে ওয়েবসাইট সাবমিট করুন
আমরা যারা একটা ওয়েবসাইট তৈরি করি। তাদের ওয়েব সাইটটি ডিজাইন করার পর। প্রথম কাজই হলো এসইও(SEO) করা। আর এসইও এর প্রথম ধাপ। আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে সাবমিট করা। যেহেতু গুগলই সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। তাই আমরা প্রথমে এটাতেই সাবমিট করি। তো সার্চ ইঞ্জিন যুক্ত করার প্রথম কাজটিই হলো। ওয়েবসাইটটি গুগলের ওয়েবমাস্টার টুলে অ্যাড করা। এরপর আমাদের বাকি কাজ।
বেশিরভাগ মানুষেরই ওয়েবমাস্টার টুল এ ওয়েবসাইট এড করতে। দুই থেকে তিন দিন সময় লেগে যায়। অনেক বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আবার অনেকেই এগুলোর জন্য প্লাগইন ব্যবহার করে। আবার অনেকেই সার্চ কনসোল (Search Colsole) থেকে এড করতে গিয়ে। Html Tag Code, DNS Management এই গুলো মেথড দিয়ে ট্রাই করে।
যেগুলোতে ভেরিফাই হতে দুই থেকে তিন দিন বা তারও বেশি সময় লেগে যায়। আসলে এটা অনেক প্যারা দায়ক। তাই আজকে আমি দেখাবো মাত্র ২ মিনিটে আপনার গুগলে ওয়েবসাইট সাবমিট করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক,
গুগলে ওয়েবসাইট সাবমিট
স্টেপ ১
আমাদের প্রথম কাজ হলো এই লিংকে ক্লিক করে। গুগল এর ওয়েবমাস্টার টুল (Webmaster Tool) এ চলে যাওয়া। কাজটি করার আগে আপনার যে জিমেলইটির মাধ্যমে আপনার ওয়েবসাইট সাবমিট করতে চান। সেটা ব্রাউজারে লগইন করে রাখবেন। জিমেইল লগিন করা না থাকলে মেইল লগইন করার অপশন আসবে। তখন আপনার জিমেইলটি লগিন করে নিবেন। তারপর এখানে দেখতে পাবেন Add Property নামে একটা অপশন রয়েছে। সেখানে ক্লিক করবেন। এবং আপনার ওয়েবসাইটের লিংকটি দিয়ে Continue তে ক্লিক করবেন। যেমন আমি এখানে itjani.com দিয়েছি। তবে আপনারা https:// সহ। লিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন।
এখন আপনাদের সামনে ওয়েবসাইটটি সাবমিট করার কয়েকটি অপশন আসবে। আপনি কোন মাধ্যমে আপনার সাইটটি গুগল এড করতে চাচ্ছেন? তো আপনারা এইচটিএমএল ফাইল আপলোড (Html File Upload)। এই অপশনটি সিলেক্ট করে Continue করে দিবেন। এখানে অন্য কোনো মেথড (Method) ব্যবহার করলে কিন্তু হবে না।
আরও পড়ুন, ❝ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন এর ধারণা ও পরিচিতি❞
স্টেপ ২
তো এখানে তারা একটা এইচটিএমএল ফাইল (Html File) ডাউনলোড করতে বলবে। Download this html verification file এ ক্লিক করলেই ফাইলটি ডাউনলোড হবে। ফাইলের সাইজ হবে ১ বা ২ কিলোবাইট।
এবার আপনার কাজ হলো আপনার ওয়েবসাইটের হোস্টিং এর ফাইল ম্যানেজার (File manager) এ চলে যাওয়া। এজন্য আপনার সাইটের Cpanel এ লগইন করে। আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। তারপর public_html এ যাওয়ার পরে। আপনার ওই ডাউনলোড করা ফাইলটি। আপলোড (Upload) লেখায় ক্লিক করে আপলোড করে দিবেন।
এবার আবার Webmaster Tool এত ওয়েবসাইটে ফিরে আসুন। আপনার ফাইল আপলোড হয়েছে কিনা! সেটা চেক করার জন্য নিচে Confirm successful upload by visiting। এর নিচের লিংকে ক্লিক করে আপনারা চেক করে নিবেন। যদি লিংকটিতে গিয়ে দেখতে পান যে। আপনার সাইটে ফাইল রয়েছে। তাহলে আপনারা ক্যাপচা (Captcha) পুরন করে। ভেরিফাই (Verify) করে দেবেন। আর যদি না দেখতে পান তাহলে ঠিক ভাবে ফাইলটি আপলোড করুন।
এরপরই আপনারা দেখতে পাবেন Great Job লেখা আসবে। এবং আপনার গুগলে ওয়েবসাইট সাবমিট হয়ে যাবে।
বিদ্রঃ আপনি এই মাধ্যমে গুগলে ওয়েবসাইট সাবমিট এর রিকুয়েষ্ট করেছেন। এখন সাইট গুগলে শো করতে ১২-৪৮ ঘন্টা সময় লাগবে। আর অবশ্যই মনে রাখবেন আমি যেটা দেখাচ্ছি। এটা কিন্তু শুধু ওয়ার্ডপ্রেস সাইটের জন্য। ব্লগার সাইট গুলোতে কিন্তু ফাইল ম্যানেজার থাকে না। ব্লগার ওয়েবসাইট গুগলে সাবমিট করার জন্য আমি সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসব।
ব্যাস আপনার ওয়েবসাইট গুগলে সাবমিট হয়ে গেছে। এবার আমাদের কাজ হলো ওয়েবসাইটের এসইও কন্ট্রোল করা। এজন্য আপনাকে Search Console এ যুক্ত করতে হবে। Search Console এ যুক্ত করার জন্য স্টেপ ৩ ফলো করুন।
স্টেপ ৩
আপনার সাইটকে এখন কন্ট্রোল করার জন্য সার্চ কনসোল (Search Colsole) এ এড করা লাগবে। তো এই লিংকে ক্লিক করবেন। অটোমেটিক আপনার ওয়েবসাইট সার্চ কনসোলে যুক্ত হয়ে যাবে। ব্যাস কাজ শেষ। এখান থেকেই আপনারা আপনার সাইট এর এসইও পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনার সাইটে কয়টা ক্লিক পরছে, কত Impression পরছে। তাছাড়াও আপনার ইচ্ছামত ওয়েবসাইটের পেজ গুগলে সাবমিট করতে পারবেন। চাইলে আবার সেগুলো রিমুভও করতে পারবেন। এক কথায় অফ পেজ এসইও এর সব কাজ এখান থেকেই করতে পারবেন। এটাকে সার্চ কনসোল বলে। অনেকে আবার ওয়েবমাস্টার টুলও (Webmaster Tool) বলে থাকে। এভাবেই আপনারা আপনার ওয়েবসাইটকে গুগলে ওয়েবসাইট সাবমিট করতে পারবেন।
তো এখানে আমি দেখালাম কিভাবে আপনারা গুগলে ওয়েবসাইট সাবমিট করতে পারবেন। তবে আপনার ওয়েবসাইট শুধু গুগলে সাবমিট করলেই হবে না। Yahoo, Bing এসব সার্চ ইঞ্জিনেও সাবমিট করতে হবে। এজন্য আর আলাদা কোনো নিয়ম ফলো করতে হবে না। Bing Seach Console এটা Bing এর সার্চ কনসোল এর লিংক। গুগলের মতো একই নিয়মে এখনেও আপনার ওয়েবসাইট সাবমিট করে দিবেন। এবং ডাউনলোডকৃত ফাইল আপনার হোস্টিং এ আপলোড করে দিবেন। আর হ্যাঁ Yahoo তে আলাদা করে ওয়েবসাইট সাবমিট করতে হয় না। Bing এ সাবমিট করলেই অটো Yahoo তে হয়ে যায়।
তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন টিপস এন্ড ট্রিকস জানতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।
আরও পড়ুন,
Good post