জিপি ইন্টারনেট অফার | Best of 2023

জিপি ইন্টারনেট অফার

বর্তমানের বাংলাদেশের সেরা একটি সিম হলো গ্রামীণফোন। গ্রামীণফোন সিমটি বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে। গ্রামীণফোন ইন্টারনেট অফার। বিটিআরসির তথ্য অনুযায়ী গ্রামীণফোনের বর্তমান গ্রাহক সংখ্যা ৭ কোটি ৬৪ লাখ ৬২ হাজার। যেটা ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা ছিল। যেটা বাংলাদেশের সব চেয়ে বেশি মোবাইল অপারেটর এর সংখ্যা। এবং দিন দিন এর পরিমাণ বেড়ে চলেছে। কারণ গ্রামীণফোনের মতো এমন সেবা বাংলাদেশে আর কোনো সিম প্রদান করে না। বাংলাদেশের সকল স্থানে শহর-গ্রাম, বন-জঙ্গল, আদার-বাদারে সব জায়গায় গ্রামীনফোনের সংযোগ পাওয়া যায়। যার ফলে বেশিরভাগ মানুষই গ্রামীনফোন সিমটি ব্যবহার করে। যদিও এর অফার এবং ইন্টারনেট প্যাক এর মূল্য তুলনামূলক অন্যান্য সিমের চেয়ে বেশি। তারপরও নেটওয়ার্ক ভালো থাকার কারণে এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

 

জিপি ইন্টারনেট অফার। কম বেশী সকল মানুষই গ্রামীণফোন সিম থেকে প্রাইমারি কিংবা সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করে। যেমন বলতে গেলে, আমি নিজেই এটাকে সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করি। আমার মতো এমন অনেকেই আছেন যারা গ্রামীণফোনকে সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করেন। কারন বাংলাদেশের সকল এলাকায় সকল সিমের নেটওয়ার্ক ঠিকমতো পাই না। সেটা ইন্টারনেট হোক বা কথা বলার জন্য হোক। কিন্তু একমাত্র গ্রামীনফোনই আপনার সকল এলাকায় সঠিকভাবে সমান সার্ভিস দেয়। যার কারণে আপনি কোথায় গিয়ে নেটওয়ার্ক সমস্যায় পরলে গ্রামীণফোন আপনাকে সাহায্য করবে।

গ্রামীণফোনের বর্তমান 3G এবং 4G দুই প্রকারের এই ইন্টারনেট সেবা চালু হয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছামত মেয়াদ এবং আপনার পছন্দের বাজেট অনুযায়ী ইন্টারনেট প্যাক কিনতে পারবেন।

তো আজকে আমরা জিপি ইন্টারনেট অফার নিয়ে আলোচনা করব,

জিপি ইন্টারনেট অফার ২০২২

গ্রামীণফোন আমার অফার

 

প্রতিটা সিমের মতোই গ্রামীণফোনও তাদের স্পেশাল কাস্টমারদের জন্য স্পেশাল অফার প্রদান করে থাকে। এ ক্ষেত্রে প্রতিটি সিমের জন্য আলাদা আলাদা রকমের অফার হয়ে থাকে। তাই এটা আপনারা চেক করে, নিজের সিমের জন্য স্পেশাল অফারটি নিতে পারবেন। আপনার সিমে কি কি অফার আছে তা জানার জন্য এই ওয়েবসাইট এ ক্লিক করুন। https://www.grameenphone.com/myoffers

এবার এখানে আপনার ফোন নাম্বার টি দিতে বলবে। ফোন নম্বরটি দিয়ে দিন এবং Check লেখায় ক্লিক করুন। সাথে সাথেই আপনার নাম্বারে একটা ওটিপি কোড আসবে। সেটা বসিয়ে দিবে। ব্যাস। কোড বসিয়ে দিলেই আপনার নাম্বারে যত গুলো অফার রয়েছে সেগুলো আপনাকে দেখাবে।

আপনার পার্সোনাল অফারগুলো ভেতর অনেক ভাল ভাল অফার থাকতে পারে। যেমন, এখানে আমি ১ জিবি মাত্র ৩৫ টাকা তে পেয়েছি। যেটার মেয়াদ ৭ দিন। আপনারা এর থেকেও ভালো ভালো অফার পেতে পারেন।

তাছাড়াও আপনার সিমের স্পেশাল অফার দেখতে ডায়াল করুন *121*5#। এটা ডায়াল করার মাধ্যমেই আপনার সিমের স্পেশাল অফার গুলো দেখতে পাবেন।

বি.দ্র. এটা গ্রামীনফোনের অফিসিয়াল ওয়েব সাইট। তাই এই ওয়েবসাইটে আপনার নাম্বার দিলে বা ওটিপি দিলে আপনার সিমে কোনো প্রকার সমস্যা হবে না।

গ্রামীণ নতুন সিম অফার

ফোন নতুন সিমের অফারগ্রামীনফোন নতুন সংযোগ চালু করলেই পাচ্ছেন সব ধামাকা অফার। নতুন সংযোগে ৪৭ টাকা রিচার্জ করলেই পাচ্ছেন ২ জিবি ইন্টারনেট একদম ফ্রি। সাথে আরো ১৫ মিনিট টকটাইম।

তাছাড়াও ১৭ টাকায় নিতে পারবেন ১ জিবি ইন্টারনেট। যেটার মেয়াদ থাকবে ৭ দিন। অফারটি ১৭ টাকা রিচার্জ করলেই চালু হয়ে যাবে।

My GP এপ থেকে ১৭ টাকা দিয়ে (১ জিবি+১ জিবি) মোট ২ জিবি নেওয়া যাবে। একবার কিনলেই আরো ১ জিবি বোনাস পাবেন।

তাছাড়াও প্রথম বার My GP এপে লগিন করলেই পাচ্ছেন ১২ টাকায় ১ জিবি ইন্টারনেট। যেটার মেয়াদ থাকবে ৩ দিন।

এই অফারটি সিম কেনার পর থেকে ৯ মাস পর্যন্ত চালু থাকবে। এর মধ্যে যত ইচ্ছা অফারটি নেওয়া যাবে।

 

 

 

জিপি ইন্টারনেট অফার
জিপি ইন্টারনেট অফার

ফটো ক্রেডিট, Grameenphone.

গ্রামীনফোন রেগুলার ইন্টারনেট অফার

গ্রামীণফোন ৫৫ জিবি ইন্টারনেট ৫৯৯ টাকা (১০০ টাকা ক্যাশব্যাক)

গ্রামীণফোন দিচ্ছে মাত্র ৫৯৯ টাকায় ৫৫ জিবি ইন্টারনেট তাও আবার ৩০ দিনের জন্য। হেভি ডাটা ইউজারদের জন্য দারুন একটা প্যাক। আর অফার নেওয়ার সাথে আরো বোনাস থাকছে। বিকাশ এপ থেকে রিচার্জ এর মাধ্যমে নিলেই পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক। তাছাড়াও পুরো মাসব্যাপী Bioscope এবং Cinematic Pass ফ্রি। এর থেকেও ধামাকা অফার আর কি হতে পারে।

গ্রামীণফোন ১ জিবি ইন্টারনেট ৩৮ টাকা

গ্রামীণফোন সিমে মাত্র ৩৮ টাকাতেই পেয়ে যাচ্ছেন ১ জিবি ইন্টারনেট। অফারটির মেয়াদ থাকবে ৩ দিন। এটা কিনতে ডায়াল করুন *121*3366#। এছাড়াও My GP এপ থেকেও নেওয়া যাবে। বিকাশ রির্চাজের মাধ্যমে নিলে ৩ দিনের জন্য Bioscope এবং Zee 5 এর সাবস্কিপশন ফ্রী।

গ্রামীণফোন ৩.৫ জিবি ইন্টারনেট ৬৯ টাকা

গ্রামীণফোন সিমে মাত্র ৬৯ টাকায় পেয়ে যাচ্ছেন ৩.৫ জিবি ইন্টারনেট। মেয়াদ ৩ দিন। সকল গ্রামীণফোন গ্রাহক রাই অফারটি নিতে পারবেন। অফারটি নিতে ডায়াল করুন *121*3282#। অথবা My GP এপ থেকেও নেওয়া যাবে। বিকাশ রির্চাজের মাধ্যমে অফারটি নিলে Bioscope এবং Cinematic Pass ৩ দিনের জন্য ফ্রী পাবেন।

 

গ্রামীণফোন ১০ জিবি ইন্টারনেট ১০০ টাকা

গ্রামীণফোন দিচ্ছে এক ধামাকা অফার। যেখানে পাচ্ছেন ১০ জিবি ইন্টারনেট প্যাকেজ মাত্র ১০০ টাকায়। যার মেয়াদ পাচ্ছেন ৭ দিন। সকল গ্রাহক রাই অফারটি নিতে পারবেন। অবশ্যই My GP এপ থেকে অফারটি নিতে পারবেন। অফারটি সীমিত সময়ের জন্য, তাই যাদের দরকার তাড়াতাড়ি নিয়ে ফেলুন।

 

গ্রামীণফোন ২০ জিবি ইন্টারনেট ৩০ দিন

আমার দেখা গ্রামীণফোনের সেরা ইন্টারনেট অফার এটি। অফারটিতে ৩০ দিন মেয়াদে পেয়ে যাচ্ছেন ২০ জিবি ইন্টারনেট। যেটার দাম মাত্র ২০০ টাকা। অফারটি সীমিত সময়ের জন্য। যাদের মাসে মোটামুটি এম্বি লাগে তারা এই অফারটি নিতে পারেন।

গ্রামীণফোন ১৬ জিবি ইন্টারনেট ১৬৯ টাকা (১.৬ জিবি বোনাস)

সকল গ্রামীণফোন গ্রাহক রাই পাচ্ছেন ১৬ জিবি ইন্টারনেট মাত্র ১৫৯ টাকায়। সাথে আরো ১.৬ জিবি বোনাস তো থাকছেই। এই অফারটির মেয়াদ ৭ দিন। সেই সাথে আরো ১৫৯ My GP পয়েন্টও পাচ্ছেন। অফারটি অবশ্যই My GP এপ থেকে কিনতে হবে।

 

গ্রামীণফোন প্রিমিয়াম ইন্টারনেট অফার।

 

গ্রামীণফোন ৪৫ জিবি ইন্টারনেট ৪৯৯ টাকা

যেকোনো গ্রামীণফোন গ্রাহকই পাচ্ছেন মাত্র ৪৯৯ টাকায় ৪৫ জিবি ইন্টারনেট। সাথে আরো ৪.৫ জিবি বোনাস তো থাকছেই। যেটার মেয়াদ থাকছে ৩০ দিন। অর্থাৎ সারা মাস ব্যাপী ইন্টারনেট চালানোর সুযোগ। যাদের দিনে মোটামুটি সময় ইন্টারনেট ব্যবহার করে ব্যয় হয় তাদের জন্যই মূলত এই অফারটি। অফারটি কিনতে চাইলে এখনই MY GP ডাউনলোড করে ফেলুন।

গ্রামীণফোন ৮০ জিবি ইন্টারনেট ৯৯৯ টাকা

যাদের কম্পিউটার আছে বা যাদের দিনে প্রচুর ইন্টারনেট প্রয়োজন হয় তাদের জন্য এই অফারটি। বিশেষ করে যারা অনালাইনে কাজ করেন বা ডাউনলোডিং এর প্রয়োজন হয় তাদের জন্য এই অফারটি সেরা। এই অফারটি মাত্র ৯৯৯ টাকায় পেয়ে যাচ্ছেন ৮০ জিবি ইন্টারনেট। যেটার মেয়াদ থাকবে পুরো মাসব্যাপী। ওয়াইফাই এর বিকল্প হিসেবেও এটা ব্যবহার করা যাবে। অফারটি কিনতে এখনই ডায়াল করুন *121*3436#। অবশ্যই আপনার একাউন্ট ব্যালেন্স ৯৯৯ টাকার উপরে রাখতে হবে।

 

গ্রামীণফোন সব সময় খুবই ভালো ইন্টারনেট প্রোভাইড করে। তাদের ইন্টারনেট স্পিডও অনেক ভালো। কিন্তু প্যাকেজ গুলোর দাম একটু বেশি। আসলে জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি।

আরও পড়ুন,

এয়ারটেল ইন্টারনেট অফার।

# জিপি ইন্টারনেট অফার ২০২৩

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *