বাংলালিংক অফার
বর্তমানে বাংলালিংক অনেক জনপ্রিয় একটি সিম। গত দুই বছর যাবৎ বাংলালিংক সিম Ookla Speed Test এ বাংলাদেশ সেরা নির্বাচিত হয়েছে। অর্থাৎ বাংলাদেশে গত দুই বছরে বাংলালিংক সিমের ইন্টারনেট স্পিড সবচেয়ে বেশি ছিল। বাংলাদেশে যেমন তাদের ইন্টারনেট স্পিড বেশি তেমনি তাদের অফারও গুলোও অনেক বেশি।
বাংলালিংক সিম সবসময় গ্রাহকদেরকে খুশি করার জন্য বিভিন্ন রকমের অফার দিয়ে থাকে। তো আজকে আমরা বাংলালিংক সিমের সকল রকম অফার নিয়েই আলোচনা করবো।
বাংলালিংক নতুন সংযোগ
বাংলালিংক নতুন সংযোগ চালু করলেই মাত্র ৪৮ টাকা রিচার্জে পেয়ে যাচ্ছেন ১২ জিবি ইন্টারনেট। যেটার মেয়াদ ৩০ দিন।
তাছাড়াও পাচ্ছেন ৩ জিবি নতুন সংযোগ অফার, ১১ মিনিট এবং আরো ২২ জিবি। যেটা আগামী ১১ মাসে ব্যবহার করা যাবে। পুরো বছর আপনার কলরেট থাকবে ৪৮ পয়সা প্রতি মিনিট।
বি.দ্রঃ যারা ৮ অক্টোবর ২০২১ এর পরে বাংলালিংক সিম কিনেছেন। তাদের জন্যই এই অফারটি প্রযোজ্য হবে।
নতুন এই বাংলালিংক সিমটির দাম মাত্র ২০০ টাকা। যেটা দেশের সকল টেলিকম দোকানে পাওয়া যাবে।
বন্ধ সিমের অফার
বন্ধ বাংলালিংক সিম চালু করলেই মাত্র ৪৯ টাকা রিচার্জে পাচ্ছেন ৭ জিবি (৬ জিবি+১ জিবি ফেসবুক)। যেটার মেয়াদ ৩০ দিন। দ্বিতীয় বার ৪৯ টাকা রিচার্জ করলে ৩ জিবি পাবেন ৭ দিনের জন্য। এটা যত ইচ্ছা নেওয়া যাবে। তাছাড়াও ৩৯ টাকা রিচার্জে ৬০/পয়সা মিনিট ৩০ দিনের জন্য।
বি.দ্রঃ যারা ১ জুন ২০২১ এর পরে সিম চালু করেছে তারাই এই অফার গুলো পাবে।
অন্যান্য অফার গুলো
বাংলালিংক অফার
বাংলালিংক ২৬ টাকায় ১ জিবি
বাংলালিংক দিচ্ছে ১ জিবি মাত্র ২৬ টাকায়। যেটার মেয়াদ ৩ দিন। অফারটি নিতে ২৬ টাকা রিচার্জ করুন অথবা ডায়াল করুন *১২১*২০০#।
বাংলালিংক ১ জিবি + ৩০ মিনিট
বাংলালিংক সিমে পাচ্ছেন মাত্র ২৮ টাকায় ১ জিবি এবং সাথে পাচ্ছেন আরো ৩০ মিনিট। যেটার মেয়াদ ৩ দিন। অফারটি নিতে আপনার নাম্বারে ২৮ টাকা রিচার্জ করুন।
বাংলালিংক ৭ জিবি ৪৯ টাকা।
বাংলালিংক বন্ধ সংযোগ চালু করলেই পাচ্ছেন মাত্র ৪৯ টাকায় ৭ জিবি। যেটার মেয়াদ থাকবে ৩০ দিন। শুধু মাত্র বন্ধ সিম চালু করলেই এই অফারটি পাবেন। অফারটি নিতে ৪৯ টাকা রিচার্জ করলেই চালু হয়ে যাবে। তাছাড়াও কোড ডায়াল করে নিতে পারবেন *১২১*২০০#। অফারটি শুধু একবারই নেওয়া যাবে।
বাংলালিংক ৫৫ মিনিট ৩৭ টাকা
বাংলালিংক সিমে মাত্র ৩৭ টাকা রিচার্জ করলেই পেয়ে যাবেন ৫৫ মিনিট। যেটার মেয়াদ ৭ দিন। এই মিনিট সকল অপারেটরে কার্যকর হবে।
বাংলালিংক ৯০ মিনিট ৫৭ টাকা
যারা মাসিক মিনিট কিনতে চান তাদের জন্য ভালো একটা অফার। মাত্র ৫৭ টাকা রিচার্জ করেই নিতে পারবেন ৯০ মিনিট, যার মেয়াদ হবে ৩০ দিন। তাছাড়াও কোড ডায়াল করেও নেওয়া যাবে *১২১*২০০#।
বাংলালিংক ৪৭ পয়সা মিনিট
বাংলালিংক সিমে ২৯, ৫৯, ১০৯ টাকা রিচার্জ করলেই পেয়ে যাচ্ছেন ৪৭ পয়সা প্রতি মিনিট কলরেট। সাথে ট্যাক্স যুক্ত থাকবে যেগুলোর মেয়াদ হবে যথাক্রমে ৩ দিন, ৭ দিন, ৩০ দিন। এই অফারটি সকল অপারেটরে এবং সবার জন্য প্রযোজ্য হবে।
বাংলালিংক ১ পয়সা সেকেন্ড
বাংলালিংক দিচ্ছে সকল নাম্বারে ১ পয়সা সেকেন্ড কথা বলার সুযোগ। তাও আবার সকল অপারেটরের নাম্বারে। ৩৯, ৭৯, ১৫৯ টাকা রিচার্জ করলেই ১ পয়সা প্রতি সেকেন্ড চালু হয়ে যাবে। যেগুলোর মেয়াদ হবে যথাক্রমে ৭ দিন, ১৫ দিন, ৬০ দিন।
বাংলালিংক ৪ জি অফার
বাংলালিংক নতুন ৪ জি সংযোগ চালু করলেই পাচ্ছেন ধামাকা অফার। প্রতি মাসে ১ জিবি করে ১২ মাসে ১২ জিবি পাবেন। তাছাড়াও ৪৮ পয়সা প্রতি মিনিট যেটা মেয়াদ ৭ দিন। এই কলরেট অফারটি পাওয়া যাবে প্রথম মাসে। তাছাড়াও *১২১*২০০# ডায়াল করলেই পাবেন ৪ জিবি। যেখানের ৩ জিবি সকল কাজে ব্যবহার করা যাবে এবং বাকি ১ জিবি Toffee এপে ব্যবহার করা যাবে। এটাও মেয়াদ ৭ দিন। এই অফার গুলো একদম ফ্রী তেই পাওয়া যাবে। কোনো প্রকার রিচার্জ বা টাকা লাগবে না। বাংলালিংক অফার ।
তাছাড়াও আরো কিছু বাৎসরিক অফারগুলো,
➡️ ১২ জিবি মাত্র ৪৭৭ টাকা মেয়াদ ১ বছর। (প্রতি মাসে ১ জিবি করে পাবেন।)
➡️ ৩৬ জিবি মাত্র ৯৪৬ টাকা মেয়াদ ১ বছর। (প্রতি মাসে ৩ জিবি করে পাবেন।)
➡️ ৬০ জিবি মাত্র ১৪২২ টাকা মেয়াদ ১ বছর। (এটা একেবারেই পাওয়া যায়)

বাংলালিংক স্পেশাল অফার
তাছাড়াও আপনার নাম্বার এর স্পেশাল অফার গুলো জানতে চাইলে এখান থেকে চেক করে নিতে পারেন। এটা বাংলালিংক এর অফিশিয়াল ওয়েবসাইট। https://www.banglalink.net/en/prepaid/others এই লিংকে ক্লিক করে আপনার নাম্বার দিয়ে Check Your Offer বাটনে ক্লিক করলেই আপনার নাম্বারে কোড যাবে। সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। এখন আপনার নাম্বারে যদি কোনো অফার থাকে সেটা দেখাবে। আর না থাকলে “Sorry, you don’t have any offer right now” দেখাবে।
ফ্রি অফার গুলো
আপনি চাইলেই ফ্রিতেই এম্বি নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে বাংলালিংক এপের রেফার করতে হবে। যেখানে প্রতি রেফারে ৫০০ এম্বি বোনাস পাবেন। আর আপনি যাকে রেফার করে দিবেন সে ১ জিবি বোনাস পাবে।
রেফার করতে চাইলে, My Banglalink এপে গিয়ে রেফার অপশনে ক্লিক করতে হবে। সেখানে গেলেই একটা কোড পাবেন। এখন যাকে আপনি রেফার করতে চাচ্ছেন, তার ফোনে My Banglalink এপ ইনস্টল করে অই কোড বসিয়ে দিলেই হয়ে যাবে। এভাবেই আপনি যত ইচ্ছা রেফার করতে পারেবেন এবং ফ্রিতেই অনেক এমবি নিতে পারবেন।
বাংলালিংক ছোট এমবি প্যাক
➡️ ৫০ এমবি ৪ দিন মাত্র ৯ টাকা।
➡️ ১৫০ এমবি ৩ দিন মাত্র ১৩ টাকা।
➡️ ৫১২ এমবি ৩ দিন মাত্র ১৮ টাকা।
বাংলালিংক মাঝারি এমবি প্যাক
➡️ ১.৫ জিবি ৩ দিন মাত্র ৩১ টাকা।
➡️ ২ জিবি ৩ দিন মাত্র ৪১ টাকা।
➡️ ৩ জিবি ৩ দিন মাত্র ৪৯ টাকা।
➡️ ৪ জিবি ৩ দিন মাত্র ৫৮ টাকা।
বাংলালিংক মাসিক এমবি প্যাক
➡️ ১৫ জিবি ৩ দিন মাত্র ২৯৯ টাকা।
➡️ ৪০ জিবি ৩০ দিন মাত্র ৩৯৯ টাকা।
➡️ ৬০ জিবি ৩০ দিন মাত্র ৪৯৯ টাকা।
এই অফার গুলো রিচার্জেই করলেই পাওয়া যাবে বা My Banglalink এপ থেকে নেওয়া যাবে।
বাংলালিংক SMS প্যাকগুলো
➡️ ৭০ SMS ৭ দিন ৭ টাকা। (এটার কোনো কোড নাই, তাই My Banglalink এপে গিয়ে কিনতে হবে।)
➡️ ২০০ SMS ১৫ দিন ১৫ টাকা। কোড *১২১*১৫#।
➡️ ৫০০ SMS ৩০ দিন ৩০ টাকা। কোড *১২১*৩০#।
বাংলালিংক সিম কেন কিনবেন?
বাংলাদেশে বাংলালিংক সিমের ইন্টারনেট স্পিড সবচেয়ে বেশি। সেটা গত দুই বছরে আপনারা প্রমাণ পেয়েছেন। Ookla Speed Test এ বাংলাদেশে বাংলালিংক সিমের ইন্টারনেটের স্পিড সবচেয়ে বেশি ছিল। তাছাড়াও বাংলালিংক সিমের অফার অন্যান্য সিমে তুলনায় অনেক ভালো। অল্প টাকায় অনেক ভালো ভালো অফার পাওয়া যায়। এখানে ইন্টারনেট, এসএমএস এবং মিনিট প্যাক গুলোর দাম অনেক কম। তাছাড়াও কলরেটের কথা বলতে গেলে। সেরা কলরেট বাংলালিংকই দিচ্ছে। কলরেটের বিভিন্ন রকমের অফার রয়েছে। যেগুলো উপর থেকে দেখে নিতে পারেন। বাংলালিংক অফার ।
বাংলালিংক অফার ২০২২
বাংলালিংক সারা বছরই বিভিন্ন রকম অফার দিয়ে থাকে। এবার যেরকম নতুন বছর উপলক্ষে বিভিন্ন রকম অফার দিয়েছিল। বছরের শুরুতে, মাঝে শেষে সব সময়ই ভালো ভালো অফার পাওয়া যায়। এ ধরনের অফার পেতে আপনারা অবশ্যই মাই বাংলালিংক অ্যাপ ইনস্টল করে রাখবেন। তার ফলে যেকোনো রকমের অফার আসলে আপনাকে তারা নোটিফিকেশন এর মধ্যে জানিয়ে দিবে। তাছাড়াও সেখানে মাই অফার অপশন থেকেও আপনার স্পেশাল অফার গুলো চেক করে নিতে পারবেন।
নতুন নতুন অফার জানতে *৫০০০*৫০০# ডায়াল করে জানতে পারবেন। তাছাড়াও *৮৮৮# ডায়াল করে বিভিন্ন অফার সম্পর্কে জানতে পারবেন। কোড গুলো ডায়াল করার সাথে সাথেই আপনাকে মেসেজ এর মাধ্যমে আপনার অফারগুলো জানিয়ে দিবে।
বাংলালিংক সিম অফার
এখানে বাংলালিংক সিমের সকল অফার সম্পর্কে বলা হয়েছে। তবে সকল রকমের অফার এর আপডেট পেতে এবং জানতে মাই বাংলালিংক অ্যাপ ইনস্টল করে রাখুন। সেখান থেকেই সকল রকমের এমবি, মিনিট, এসএমএস প্যাক গুলো কিনতে পারবেন।
তাছাড়াও নতুন অফার ও অফার গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যারা মাই বাংলালিংক এপস ব্যবহার করতে পারবেন না। তারা USSD অপশন দিয়ে কাজ চালাইতে পারে। এক্ষেত্রে কি-প্যাডে গিয়ে *121# ডায়াল করে। সেখান থেকে এমবি, মিনিট, এসএমএস কিনতে পারবেন।
তাছাড়াও ১২১ নাম্বারে কল করে কাস্টমার কেয়ার কথা বলে আপনার নিজস্ব অফার গুলি জানতে পারবেন। তাছাড়াও আপনার সিমের যেকোনো রকম সমস্যায় বা জানার থাকলেও সেটা তারা সমাধান করে দিবে। ১২১ এ কল দিয়ে কোনো টাকা কাটবে না। তবে কাস্টমার এজেন্ট সাথে কথা বলার সময় ৬০ পয়সা প্রতি মিনিট চার্জ কাটবে।
আরো পড়ুন,
# বাংলালিংক অফার ২০২৩ ।