ফ্রীতে ব্লগ সাইট খোলার নিয়ম
ব্লগ কি
ব্লগ সাইট তৈরি করার আগে আমদেরকে জানতে হবে। ব্লগ কি? ব্লগার কি? ব্লগ সাইট খোলার নিয়ম।
ব্লগ মূলত একটা ওয়েবসাইট। যেখানে লেখালেখি করা হয়। এটা আসলে আপনার ডায়েরি মত। যেখানে আপনি আপনার সকল মতামত লিখে রাখতে পারেন। একটা ব্লগে মূলত নিউজ, কবিতা, গান, আর্টিকেল, টিপস, ট্রিক ইত্যাদি সম্পর্কে লেখালেখি করা হয়।
ব্লগে যে শুধু লেখালেখি হবে এমন নয়। ব্লগে অনেকে ছবি ভিডিও দিয়ে থাকে। বাইরের দেশের মানুষের কাছে ব্লগ খুবই পরিচিত বিষয়। দেখা যায় তাদের প্রায় অনেকেরই একটা করে ব্লগ সাইট হয়েছে। যেখানে নিজেদের মতো লেখালেখি করে।
ব্লগ সাইট গুলো আসলে মানুষ শখ করে তৈরি করে থাকে। আবার এখন অনেকেই এগুলোকে নিজের পেশা হিসেবেও বেছে নিয়েছেন। এটা জেনে অবাক হবেন যে, একটা ব্লগার সাইট থেকে প্রতি মাসে ১০০ থেকে ৫০০ ডলারও ইনকাম করা সম্ভব।
একটা ব্লগ সাইট থেকেও বিভিন্ন ভাবে ইনকাম করা যায়।যেমন, গুগল এডসেন্স থেকে, এফিলিয়েট মার্কেটিং করে বা বিভিন্ন প্রোডাক্ট সেল করে। ব্লগ সাইট খোলার নিয়ম।
ব্লগার কি
ব্লগার মূলত একটা ওয়েপ বিল্ডার। যেটা গুগলের মুক্ত একটা প্লাটফর্ম। যেখান থেকে খুব সহজেই ব্লগ ওয়েবসাইট তৈরি করা যায়। এখানে ওয়েবসাইট তৈরি করতে কোনো টাকা লাগে না। বা কোডিং এর মতো অন্য কোন ঝামেলা পোহাতে হয় না।
আমরা অনেকেই ওয়ার্ডপ্রেসের কথা শুনে থাকি। এটা মূলত ব্লগ ওয়েবসাইট বানানোর জন্য বেশ জনপ্রিয়। ওয়ার্ডপ্রেস দিয়ে অনেকে বিভিন্ন ধরনের সাইট তৈরী করে থাকে । কিন্তু ওয়ার্ডপ্রেসে ব্লগ তৈরি করতে হোস্টিং এবং ডোমেইন তৈরির খরচ লাগে। আর ব্লগার ওয়েবসাইট তৈরি করতে গেলে ডোমেইন-হোস্টিং কিনার প্রয়োজন হয় না।
ব্লগার নিজেরাই সাবডোমেইন প্রভাইড করে থাকে। তাছাড়াও আপনার যদি সাবডোমেইন ভালো না লাগে। তাহলে কাস্টম ডোমেইন কিনে নিয়ে এড করে নিতে পারবেন। আরেকটা ভালো কথা হলো, ব্লগারের হোস্টিং পুরো আনলিমিটেড। আর এটা ১০০% সেফ। কারণ এটা গুগল নিজে প্রোভাইড করছে।
এখন অনেকেই ভাবতে পারেন আমার তো কম্পিউটার নেই। আমি এই কাজ কিভাবে করবো। তাদের জন্য বলি।
এই ধরনের ব্লগিং ওয়েবসাইট তৈরি করার জন্য কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হয় না। শুধু আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে সবকিছু করা সম্ভব। ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে আর্টিকেল লেখা সকল কাজ স্মার্ট ফোনের মাধ্যমেই করা যায়।
এমনকি এই সাইটটিও আমি নিজেই মোবাইল দ্বারাই তৈরি করেছি এবং সকল কাজ আমি মোবাইল দিয়েই করি।
তো এখন আমি আপনাদেরকে দেখাবো ব্লগ সাইট খোলার নিয়ম।
ব্লগ সাইট খোলার নিয়ম
ব্লগারে ওয়েবসাইট তৈরি করার জন্য শুধুমাত্র একটা জিমেইল একাউন্ট থাকলেই হবে। যেটা সকল মোবাইল ব্যবহারকারীদের কাছেই আছে।
তো প্রথমেই আপনারা blogger.com এ চলে যাবেন। এবার Sign in লেখায় ক্লিক করবেন। আপনার জিমেইলটি যদি লগইন থাকে। তাহলে পুরোপুরি একাউন্ট তৈরি করার প্রসেসে চলে আসবে।
এরপর আপনাদেরকে আপনার ওয়েব সাইটের টাইটেল দিতে হবে। যেমন আমি iTjani দিয়ে দিলাম।